তড়িতাহত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মৃতু্য

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঘরের পাশের বৈদু্যতিক তারে জড়িয়ে পড়ে চিৎকার দিয়েছিলেন স্ত্রী, তাকে বাঁচাতে গিয়ে স্বামীও তড়িতাহত হন, মৃতু্য ঘটেছে দুজনেরই। শনিবার যাত্রাবাড়ীর মোমেনবাগে ঘটেছে এই ঘটনা। নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আকলিমা আকতার। সকালে বিদু্যৎস্পৃষ্ট এই দম্পতিকে উদ্ধার করে স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজে নিলেও তাদের বাঁচানো যায়নি বলে জানিয়েছে পুলিশ। মোমেনবাগে একটি আধা-পাকা ঘরে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন রিকশাচালক জাহাঙ্গীর। ডিএমপির ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম রবি বলেন, 'ভোরে আকলিমা গোসল করতে বের হন। কিন্তু সরু পথে বিদু্যৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। এ সময় তার স্বামী তাকে বাঁচাতে গেলে সেও বিদু্যৎস্পৃষ্ট হন।' টিনশেড ওই ঘরের মাঝ দিয়ে সরু রাস্তা, তার দু'পাশেই টিনের ঘর। তা পেরিয়ে সবার গোসলের স্থান। সরু ওই পথের উপর দিয়ে বিভিন্ন ঘরে গেছে বিদু্যতের তার। ওই পথে যাতায়াতে আগেও অনেকে বৈদু্যতিক 'শক'-এর শিকার হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানান। ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীর ও আকলিমার মরদেহ স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।