কুড়িগ্রামে ডোবা থেকে মাথা হাত-পা উদ্ধার

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ডোবা থেকে ধরহীন মাথা, দুই হাত ও এক পা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটি বাজারের পশ্চিমে একটি ডোবা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে রাজারহাট থানার ওসি কষ্ণ কুমার সরকার জানান। তিনি বলেন, 'খুনি লাশ গুম করার জন্য অঙ্গ-প্রতঙ্গ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।' সকালে এলাকাবাসী ডোবায় অঙ্গ-প্রতঙ্গগুলো ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে ওসি জানান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নাককাটি বাজার এলাকায় প্রকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মানুষের অর্ধগলিত খন্ডিত দেহাংশ দেখতে পায়। ঘটনাস্থল পরির্দশন করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম সাংবাদিকদের বলেন, 'দেহ খন্ডগুলোর পাশে একটি ব্যাগ ও কাপড় পাওয়া গেছে।' এর সঙ্গে ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে উদ্ধার হওয়া দেহখন্ড এবং কুড়িগ্রামে গত দুই দিনে যেসব অঙ্গ-প্রতঙ্গ উদ্ধার করা হয়েছে তার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এর আগে সোমবার সকালে জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রাম থেকে মানুষের দেহ বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করে পুলিশ।