মাদকপাচারকারীসহ বিভিন্ন স্থানে আটক ৬৩

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করেছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও দুই জামায়াত-শিবির কমীর্সহ ৫০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জন। গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পতিবার বিকালে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। ঘটনাটি সৌদি আরব থেকে দোকান মালিকের ভাই সিসি ক্যামেরায় দেখে দেশে খবর দিলে এক নারীসহ চার চোরকে আটক করে স্থানীয় জনতা। শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার মিরপুর বাজারের এম এস কম্পিউটার অ্যান্ড টেলিশপে এ ঘটনাটি ঘটে। সোনাইমুড়ী ( নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ীতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় স্থানীয় জনতা গঁাজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। আটক মুছা মোল্লা (৩৫) তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার সকালে হরিঢালীর লোকজন মুছাকে ২০ গ্রাম গঁাজাসহ আটক করে হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচাজর্ এসআই প্রীতোষ কুমার সরকারের নিকট সোপদর্ করে। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে সুরুজ (৩০) নামে এক গরু চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সিরাজদিখান থানায় সোপদর্ করা হয়। সে গাজীপুর জেলার টঙ্গী উপজেলার টঙ্গী গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে সাড়ে ৪ কেজি গাজাসহ ১১ মামলার আসামি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর ফেরিঘাট গোয়ালীমান্দ্রা রাস্তার মোড়ে ব্রিজের গোড়ায় রাস্তার দক্ষিণ পাশ্বের্ থেকে তাদের আটক করা হয়। আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বোয়ালমারী (ফরিদপুর) : প্রতারণা করে বিকাশে টাকা নেয়ার অপরাধে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা থেকে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।