ভারতের আদালতের রায় নিয়ে ঢাকার দুশ্চিন্তা নেই

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ড. এ কে আব্দুল মোমেন
ভারতের অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কোনো ধরনের দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার আশা, বরাবরের মতো বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। শনিবার রাজধানীর পল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান জনগোষ্ঠী এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে রয়েছে। অযোধ্যা মামলার রায় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ওই রায় ঘোষণার পরিপ্রেক্ষিতেও বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।