খালেদাকে দেখতে যাওয়ার তালিকায় নেই ড. কামাল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম ছাড়াই আইজি প্রিজনের কাছে পাঁচ নেতার নামের তালিকা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত একটি চিঠি আইজি প্রিজনকে দেওয়া হয়। তালিকায় থাকা ৫ নেতা হলেন- জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুলস্নাহ চৌধুরী ও গণফোরামের ড. রেজা কিবরিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বের সাক্ষাতের জন্য ঐক্যফ্রন্টের ৫ নেতার নামের তালিকাসহ আইজি প্রিজনের বরাবর একটি চিঠি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজনস্‌ সুরাইয়া আক্তারের কাছে দেওয়া হয়েছে। উলেস্নখ্য, গত ২০ অক্টোবর ঐক্যফ্রন্টের সভায় ড. কামাল হোসেনের নেতৃত্বে খালেদা জিয়াকে হাতপাতালে দেখতে যাওয়ার সিদ্ধান্ত হয়। এরপর দেখা করার অনুমতি নিতে ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রন্ট নেতারা সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই সাক্ষাতের পর ফ্রন্ট নেতা আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেছিলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। জানা গেছে, রাজনৈতিক নানা হিসাব-নিকাশের কারণে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরই ধারাবাহিকতায় আইজি প্রিজনের কাছে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেওয়া নতুন তালিকায় ড. কামাল হোসেনের নাম নেই।