শোক সংবাদ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আনোয়ারুল কবির চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির রোববার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। রোববার তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা মফিজউদ্দিন শাহ্‌ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মফিজউদ্দিন শাহ্‌ (৮৭) গত ১৪ নভেম্বর ভারতের ব্যাঙ্গালোর স্টেশনে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। রোববার বাদ আসর রাণীরবন্দর এতিমখানা ঈদগাহ্‌ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্‌, উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবর রহমান শাহ্‌, উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম শাহ্‌ নুরু প্রমুখ অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন (৩৩) রোববার দুপুরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বস্নাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার মৃতু্যতে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজসহ বিভিন্ন সংগঠন শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি সালেহা খাতুন বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমানের (বাবু) মা মোছা. সালেহা খাতুন (৯৬) বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ১০.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৬ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। শনিবার মরহুমার প্রথম জানাজা দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার মসজিদ মাঠে এবং রাণীপুকুর ইউপির বিষ্ণপুর মুলস্নুক দেওয়ান সত্যপীর ওয়াকফ স্টেট এতিমখানা মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্বামী মরহুম মকবুল হোসেনের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়। বিরল (দিনাজপুর) সংবাদদাতা