ঢাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সাখাওয়াত-রাগীব

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গত কমিটির সহ-সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন রাগীব নাঈম। রোববার সকালে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে গত ১৪ নভেম্বর ঢাবি ছাত্র ইউনিয়নের ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয় রায়, মুনিরা দিলশাদ ইলা, নিস্বর্গ নিলয়, মাহির শাহরিয়ার রেজা, ঐশ্বর্য আহমেদ ও ইঞ্জয় রায় সাগর। সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিমুল কুমার পাল, মেঘমলস্নার বসু ও আব্দুল করিম। এছাড়া সাংগঠনিক সম্পাদক জাহিদ জামিল, কোষাধ্যক্ষ দেবেশ চন্দ্র সিংহ, দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রত্নপ্রতিম মেহেদী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম রানা জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইনুর রহমান শুভ, সাংস্কৃতিক সম্পাদক সৌম্যক সাহা ধ্রম্নব, ক্রীড়া সম্পাদক শ্যামজিৎ পাল শুভ্র এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রিপিয়ন চাকমা নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হয়েছেন সদ্য সাবেক সভাপতি মো. ফয়েজ উলস্নাহ, লেনিক চাকমা, শোয়েব মাহমুদ অনন্ত, সুপ্রিয় সাহা ও আনিকা আনজুম অর্নি। সদ্য সাবেক সভাপতি মো. ফয়েজ উলস্নাহ বলেন, সম্মেলনের দিন ৫০ জন কাউন্সিলর নির্ধারণ করা হয়, যাদের সংগঠনের নতুন কমিটি নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়। তারাই ভোট দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতা নির্বাচন করেছেন।