সৈয়দপুরে দুর্যোগসহনীয় বাড়ি সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে জমি আছে বাড়ি নেই, এমন অসহায় ৩০টি পরিবারকে তৈরি করে দেওয়া হয়েছে নতুন পাকা বাড়ি। দুর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ওই কর্মসূচি বাস্তবায়ন করেছে। সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৭৭ লাখ ৫৫ হাজার ৯৩০ টাকা ব্যয়ে মনোরম ওইসব বাড়িগুলো নির্মাণ করা হয়। নির্মাণ শেষ হওয়ার পর গত মাসের শেষ সপ্তাহে সুবিধাভোগের জন্য গৃহহীন ৩০টি পরিবারকে বাড়ির বন্ধ ঘরের তালা খুলে দেওয়ার মাধ্যমে তাদের সরকারের দেওয়া বাড়ি বুঝিয়ে দেয় সৈয়দপুর উপজেলা প্রশাসন। এদিকে সুবিধাভোগীদের সঙ্গে কথা এবং তাদের খোঁজ-খবর জানতে দৃষ্টিনন্দন এসব বাড়ি মঙ্গলবার পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। প্রায় ২ শতক জমির ওপর গড়ে তোলা এসব টিনশেড পাকা বাড়িতে ২টি বেডরুম, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট রয়েছে। ৫টি ইউনিয়নে ৩০টি বাড়ির মধ্যে ওই প্রকল্পের আওতায় জনসংখ্যার ভিত্তিতে কামারপুকুরে ৭টি, কাশিরাম বেলপুকুরে ৫টি, বাঙ্গালীপুরে ৫টি, বোতলাগাড়ীতে ৭টি ও খাতামধুপুর ইউনিয়নে ৬টি বাড়ি নির্মাণ করা হয়। নীলফামারী জেলা প্রশাসকের সঙ্গে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু হায়াৎ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসান সরকারসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ। জানতে চাইলে ইউএনও এসএম গোলাম কিবরিয়া বলেন, ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা যাচাই-বাছাই করে অতিদরিদ্র গৃহহীন নির্বাচিত করা হয়েছে। নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মাঝে বাড়ির কাগজপত্র প্রদানের মাধ্যমে বাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে।