সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আলমগীর স্টোরকে ৫ হাজার এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পচা মাছ বিক্রির অভিযোগে একই বাজারে মাছ ব্যবসায়ী সোহাগকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।