আমলাতান্ত্রিক জটিলতা কমছে :ভূমিমন্ত্রী

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাইফুজ্জামান চৌধুরী
যাযাদি রিপোর্ট বিদেশি কেউ বিনিয়োগ করতে এলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেন কিন্তু এখন সে অবস্থা নেই?দিনে দিনে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। বুধবার ঢাকা ক্লাবে আমেরিকা-বাংলাদেশ কনভেনশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ একসময় কৃষিপ্রধান দেশ ছিল। কিন্তু এখন সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।? সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে। সেখানে সব প্রস্তুত রয়েছে। আমি সবাইকে সেখানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।? তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের মানুষ বাস করে? সেখানে অনেক বাংলাদেশি রয়েছেন। যারা সেখানে রয়েছেন তারা বাংলাদেশের প্রতিনিধি, তাদের দায়িত্ব বাংলাদেশের সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরা। দুই দেশের বন্ধুত্বের কথা উলেস্নখ করে তিনি বলেন, পারস্পারিক সহযোগিতার মধ্য দিয়ে দু'দেশের বন্ধুত্ব এগিয়ে যাচ্ছে। আমাদের একসঙ্গে আরও পথ চলতে হবে। অনুষ্ঠানে সাবেক মার্কিন সংসদ সদস্য লরেন্স লোরাকো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক বন্ধন আরও জোরালো করতে হবে। আমি আমার ভিজিটিং কার্ডে দু'দেশের পতাকা যুক্ত করেছি। আমাদের সম্পর্ক এমনই দৃঢ় রাখতে হবে। তিনি বলেন, দু'দেশের ব্যবসায়ীদের সঙ্গে এমন কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যাতে উভয়পক্ষের সুবিধা বজায় থাকে। ইউএস টু বিডি পরিচালক রবার্ট লেগাট বলেন, বাংলাদেশে আমি আট মাস ধরে আছি। ব্যবসার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এখানকার নিরাপত্তা ও সরকারের ভূমিকার কারণে ব্যবসার উপযুক্ত পরিবেশ রয়েছে। ব্যবসায়ীরা তা ভোগ করছেন।? অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কৃষিবিদ গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ও ইন্টার নিলিজিয়েন হারমোনি সোসাইটির চেয়ারম্যান মিয়া মুজিবুর রহমান। কনভেনশনের আহ্বায়ক ড. জুলফা হায়দার মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সদস্য সচিব হাসানুর রহমান।