শোক সংবাদ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আব্দুল হামিদ মিয়া নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হামিদ মিয়া (৭০) বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ঘোরলাজ মহলস্নায় সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃতু্যতে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শোক জানান। বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা মো. আঙ্গুর মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং বলিয়ার্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আঙ্গুর মিয়া (৮০) শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে রেখে গেছেন। তার মৃতু্যতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সারোয়ার আলম শোক প্রকাশ করেন। বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জোহরা খানম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি আব্দুর রহমানের ছোট বোন ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ওয়াহিদুজ্জামান লিখনের আম্মা জোহরা খানম (৫৫) নিজ বাড়ি কামালদিয়ায় শুক্রবার সকাল ৯টায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে দুই মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব কামালদিয়া খেলার মাঠে জানাজা শেষে কামালদিয়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা