সিরাজগঞ্জে আ'লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে রোববার আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন -যাযাদি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইবি রোড এলাকায় এ সংর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনার সূত্রপাত নিয়ে উভয় দলের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিজয়র্ যালি বের হয়। এতে সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিলস্নাত মুন্নাসহ মুক্তিযোদ্ধারা নেতৃত্ব দেন। বিজয়র্ যালিটি ইবি রোড এলাকায় পৌঁছলে পেছন থেকে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুবলীগ কর্মী সালমান, শামীম, শুকুরসহ কমপক্ষে ২০ জন আহত হন। তবে বিএনপি নেতাকর্মীরা জানান, কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সকালে জেলা বিএনপির কার্যালয়ের পাশে ইবি রোডে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে সমাবেশ চলাকালে বিজয়র্ যালি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এদিকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ হাসান জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি পুরাতন শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর ভাসানী মিলনায়তনের মুক্তমঞ্চে শান্তিপূর্ণ সমাবেশ করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে হামলা করে। তাদের প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে ইটপাটকেল ও পুলিশের টিয়ারশেলের আঘাতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, ছাত্রদলের জুলমত, নাদিম, রানা, ছোট সবুজ, রতন, হাবিব, যুবদলের নয়ন, খোকন, মীম, ইমরান, স্বেচ্ছাসেবকদলের সালাউদ্দিনসহ ২০/২৫ জন নেতাকর্মী আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, বিজয়র্ যালি থেকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কি কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।