১৬ হাজার টাকা মজুরির দাবিতে কঠোর কমর্সূচির হুমকি

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
পোশাকশ্রমিকদের জন্য ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঈদের পর কঠোর কমর্সূচি ঘোষণার হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২টি সংগঠনের জোট গামের্ন্টস শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন থেকে এই হুশিয়ারি দেয়া হয়। জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, মজুরি নিয়ে মালিক পক্ষের নীলনকশার বাস্তবায়ন করছে সরকার। মজুরি বোডর্ গঠনের পর ছয় মাস পার হয়ে গেলেও তারা মজুরি ঠিক করতে পারেনি। এখন মজুরি বোডের্র চেয়ারম্যানকে হজে পাঠিয়ে দেয়া হয়েছে, যাতে মজুরি নিয়ে আরও টালবাহানা করা যায়। প্রতিবছর ঈদ কাছে এলে ঈদের আনন্দ বাদ দিয়ে শ্রমিকরা বেতন-বোনাস আদায় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যাবে না। নিধাির্রত সময়ে বোনাস ও ন্যূনতম ১৬ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কঠোর কমর্সূচি ঘোষণা করা হবে। গত ৯ আগস্ট কারখানা মালিকদের সঙ্গে এক বৈঠকে ১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার জন্য মালিকদের সময় বেঁধে দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মানববন্ধনে সম্প্রতি নিরাপদ সড়ক আন্দোলনের পর পুলিশের হাতে আটক ২২ বিশ্ববিদ্যালয় শিক্ষাথীর্ ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মুক্তির দাবি জানান একাধিক শ্রমিক নেতা।