ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলীর জামিন

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঘুষের পঁাচ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের জামিন মঞ্জুর করেছে দায়রা জজ আদালত। সোমবার ঢাকা মহানগর জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। আসামির পক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন আবেদনের এ শুনানি করেন। তবে দুনীির্ত দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। এর আগে গত ১৩ মে একই আদালতের তৎকালীন বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন। গত ১২ এপ্রিল নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হককে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে ঘুষের পঁাচ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।