নেপালকে হারিয়ে গ্রæপসেরা বাংলাদেশ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু ‘বি’ গ্রæপের চ্যাম্পিয়ন হওয়া। সোমবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে বাকি থাকা ওই কাজটুকুও সেরে ফেলেছে বাংলাদেশ অনূধ্বর্-১৫ দলের মেয়েরা। গ্রæপসেরা হয়েই সাফ অনূধ্বর্-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথে একধাপ এগিয়েছে মারিয়া মান্দার দল। আগামী বৃহস্পতিবার (১৬ আগস্ট) সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। একই দিন আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। সোমবার ভারতের কাছে ১-০ গোলে হেরে ‘এ’ গ্রæপের রানাসর্আপ হয়েছে ভুটান। একটি করে জয়-পরাজয়ে তিন পয়েন্ট তাদের। দুই খেলায় জিতে পূণর্ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষ চারে তারা মুখোমুখি হবে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রæপের রানাসর্আপ হওয়া নেপালের। পাকিস্তানকে ১৪-০ গোলে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ গ্রæপসেরা হয়েছে ঝুলিতে পূণর্ ৬ পয়েন্ট নিয়ে। এদিন নেপালের সঙ্গে ড্র করলেও গ্রæপসেরা হতো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল ড্রয়ের কথা ভাবেনি, খেলেছে জয়ের জন্য। চেনা প্রতিপক্ষের বিপক্ষে এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। একের পর এক সুযোগ তৈরি করেছে তারা। তবে নেপালের রক্ষণ ছিল জমাট। বাংলাদেশের শক্তিমত্তা জেনে শিষ্যদের কিছুটা রক্ষণাত্মক ধঁাচেই খেলিয়েছেন নেপালের কোচ গঙ্গা গুরুং। ঘরের মাঠে গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দলের বড় জয়ে সেদিন হ্যাটট্রিক করেছিলেন তহুরা খাতুন। এদিনও দলের হয়ে প্রথম গোলটা করেছেন এই স্ট্রাইকার। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নেপালের ওপর প্রভাব বিস্তার করে খেলেও যখন গোলমুখ খোলা যাচ্ছিল না তখন ত্রাতা হয়ে হাজির তহুরা। বেশকিছু সহজ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালি মেয়েদের প্রতিরোধে মনে হচ্ছিল প্রথমাধর্ গোলহীন থেকে যাবে ম্যাচ। তবে ইনজুরি সময়ে দৃশ্যটপ পাল্টে দিয়েছেন তহুরা। মারিয়ার নেয়া কনার্র থেকে বল পেয়ে দারুণ হেডে নেপালের জাল কঁাপিয়েছেন পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার (১-০)। তবে ৪৩তম মিনিটে ক্রসবার বাধা হয়ে না দঁাড়ালে ম্যাচে লিড নিত নেপালই। ৬৯ মিনিটে পরপর দুবার বাংলাদেশের পোস্টে বল মেরেছিল নেপালের মেয়েরা। কিন্তু দুবারই তাদের শট রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা আক্তার। ম্যাচে এরপর আর কঠিন কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে। তবে নেপালি গোলরক্ষককে বারবার পরীক্ষার মুখে ফেলেছেন মারিয়া-তহুরা-অঁাখিরা। ৫১ মিনিটে অধিনায়ক মারিয়ার গোলে স্কোরলাইন ২-০ করে ফেলে বাংলাদেশ। তহুরার ক্রস ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি নেপালের রক্ষণভাগ। বল পেয়ে যান মারিয়া, দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রতিপক্ষের রক্ষণের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৬৭ মিনিটে দলের তৃতীয় এবং শেষ গোলটি করেন সানজিদা খাতুন।