ভিসা শেষে অবস্থান মুসলিমদের জরিমানা ২০০ গুণ বাড়িয়ে দিল ভারত

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভিসা শেষে ভারতে অবস্থান করলে হিন্দুদের চেয়ে মুসলিমদের কমপক্ষে দুইশ গুণ বেশি জরিমানা গুনতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কোনো মুসলিম ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি ভারতে অবস্থান করেন তবে তাকে একজন হিন্দুর চেয়ে কমপক্ষে দুইশ গুণ বেশি জরিমানা দিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ধর্মের ভিত্তিতে বৈষম্য বলে বর্ণনা করেছে। কর্মকর্তারা বলেন, আগামী দ্বিপক্ষীয় বৈঠকে তারা এ বিষয়টি তুলে ধরবেন। দু'সপ্তাহ আগে বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসান ভারতে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করায় তাকে জরিমানা গুনতে হয়। তিনি এ বিষয়ে কলকাতায় ডেপুটি হাইকমিশনকে অবহিত করেন। এফআরআরওর ওয়েবসাইটে প্রকাশিত নতুন নীতিমালায় বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কেউ দুই বছরের বেশি সময় অবস্থান করলে ৫শ রুপি, ৯১ দিন থেকে দুই বছর অবস্থান করলে ২শ রুপি এবং ৯০ দিন অবস্থান করলে ১শ রুপি জরিমানা করা হবে। অন্যদিকে ভারতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের না হন তবে তাকে ডলারে জরিমানা প্রদান করতে হবে। সে ক্ষেত্রে ওই একই সময়ে অবস্থানের জন্য তাকে জরিমানা দিতে হবে যথাক্রমে ৫শ ডলার (৩৫,০০০ রুপি), ৪শ ডলার (২৮,০০০ রুপি) এবং ৩শ ডলার (২১,০০০ রুপি)। বাংলাদেশি এক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, এর মানে হচ্ছে যদি বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাস ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভারতে একদিন অবস্থান করেন, তবে তাকে ১শ রুপি জরিমানা গুনতে হবে। কিন্তু একই ঘটনা যদি সাইফ হাসানের সঙ্গে হয় তবে তাকে ২১ হাজার রুপি জরিমানা দিতে হবে। ইতিমধ্যেই ভারতে ২১ হাজার রুপি জরিমানা দিয়েছেন সাইফ হাসান।