আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে পথচারী নারী শ্রমিক নিহত

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আশুলিয়া সংবাদদাতা রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণের পর দেয়াল চাপা পড়ে পথচারী নারী শ্রমিক রিমা খাতুন (৩৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার গৌরিপুরে ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন কুড়িগ্রামের চিলমারী থানার খরখরিয়ার ঝাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার মুরাদ অ্যাপেয়ারেলস লিমিটেড নামে কারখানা অপারেটর হিসেবে চাকরি করত। সকালে কর্মস্থলের যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হয়ে তার মৃতু্য হয়। আশুলিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বাইরের সিএনজি পাম্প থেকে দুটি মিনি ট্রাকে বসানো সিলিন্ডারযোগে গ্যাস নিয়ে কারখানাটির গ্যাস হিটার মেশিনের মাধ্যমে স্থানান্তর করার সময় বিস্ফোরিত হয়। এতে উড়ে যায় টিনসেটের চাল ও পাশে থাকা দেয়াল। এসময় ধসে পড়া দেয়ালে পথচারী নারী শ্রমিক রিমা খাতুন নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় জলিল, মাহফুজা, আইয়ুব নামের আরো তিনজন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, মূলত বাইরের সিএনজি পাম্প থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস নিয়ে কারখানার গ্যাস রিফাইন মেশিনের মাধ্যমে গ্যাস স্থানান্তর করার কতটুকু বৈধতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। উলেস্নখ্য, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সিএনজি পাম্প থেকে সিলিন্ডারের গ্যাস সরবরাহ করে শিল্প-কারখানায় ব্যবহার করছেন। নিম্নমানের সিলিন্ডার ও নিয়মবহির্ভূত-ঝুঁকিপূর্ণ ব্যবহারের কারণেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক সঠিক নজরদারি ও তদারকির অভাবকেই দায়ী করছেন অনেকে।