শোক সংবাদী

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আব্দুল কাদের কিশোরগঞ্জের সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কাদের (৯১) ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত আড়াইটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগ মনোনীত প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার আসর নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে চর শোলাকিয়া নূরাণী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা মোহন মিয়া আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহন মিয়া (১০৪) বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বিকাল ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। তার বড় ছেলে মো. মজিবুর রহমান বর্তমানে আমতলী উজেলার ভাইস চেয়ারম্যান। সোমবার রাজধানীর গুলশানে নিকেতন জামে মসজিদ প্রাঙ্গণে রাত ১০টায় প্রথম জানাজার নামাজ ও মঙ্গলবার আসর নামাজ বাদ আমতলী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে বরগুনা জেলা আওয়ামী লীগ, আমতলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি