গাজীপুরে আগুনে গেল ১০ প্র্রাণ

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের রওজা হাইটেকের লাক্সারি ফ্যান কারখানায় রোববার অগ্নিকান্ডে নিহত কয়েকজন শ্রমিকের মরদেহ -যাযাদি
গাজীপুর সদর উপজেলায় কেশরিতা গ্রামে রোববার সন্ধ্যায় রওজা হাইটেকের লাক্সারি ফ্যান কারখানায় এক অগ্নিকান্ডে ১০ শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলেও তারা ৫টা ৫২ মিনিটে ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান। পরে তাদের স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তৃতীয় তলায় ১০ শ্রমিকের লাশ দেখতে পান তারা। তবে আগুনে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, প্রথমে তৃতীয় তলায় একটি দরজার কাছে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা আত্মরক্ষায় ভেতরের দিকে চলে যান। পরে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শ্রমিকরা আটকা পড়েন। আগুন নিয়ন্ত্রণের পর তৃতীয় তলার কক্ষ থেকে ১০ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানে তখন কতজন শ্রমিক কাজ করছিলেন তাও কেউ বলতে পারেননি। কারখানা কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত আছেন কি না তা জানা সম্ভব হয়নি। তবে মালিকের নাম মো. জাহিদ বলে জানা গেছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে ১০ জনই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, তার হাসপাতালে ওই ঘটনায় দগ্ধ স্থানীয় কেশরিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও জামুনা এলাকার আবদুল মোতালেবের ছেলে মো. হাসান (১৯) ভর্তি আছেন।