মাইন বিস্ফোরণে নিহত ২৪ শহিদকে স্মরণ

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ২০ ডিসেম্বর পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২৪ জন মুক্তিযোদ্ধা শহিদ হন। এরপর থেকে মৌলভীবাজারবাসী এই দিনটিকে স্থানীয় শহিদ দিবস হিসেবে পালন করে। জানা যায়, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাড়িতে ফেরার উদ্দেশে জড়ো হতে থাকেন। বিজয়ানন্দ আর বাড়ি ফেরার খুশিতে মুক্তিযোদ্ধারা যখন উৎসব পালনে ব্যস্ত তখন হঠাৎ উদ্ধারকৃত মাইন বিস্ফোরণে কেঁপে ওঠে তখনকার পুরো শহর। মুহূর্তের মধ্যে ২৪ জন মুক্তিযোদ্ধার ছিন্নভিন্ন দেহ মাটিতে লুটিয়ে পড়ে। পরে মরদেহগুলো একত্রিত করে বিদ্যালয় মাঠের দক্ষিণ পূর্বে সমাহিত করা হয়। পরে এখানে ওই ২৪ জন শহিদ মুক্তিযোদ্ধার নামসংবলিত স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন মৌলভীবাজারবাসী।