কুলাউড়ায় ইউপি বিএনপির সহসভাপতি বহিস্কার

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ দিলদারপুর গ্রামের শওকত আলীর ছেলে আব্দুস সালামকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। বহিস্কারাদেশ চূড়ান্ত করতে উপজেলা বিএনপির কাছে অনুলিপি দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান এবং সাধারণ সম্পাদক মোহিতুর রহমান বলেন, সালাম দলীয় পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন সময় দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাকে সতর্ক করার পরও সম্প্রতি অন্য একটি দলে যোগদান করে জয়চন্ডী ইউনিয়নের সভাপতির দায়িত্ব নেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির অনুমতিক্রমে তাকে বহিস্কার করা হয়। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, বিষয়টি তারা জেনেছেন। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরও যিনি অন্য দলে যোগদান করতে পারেন তাকে বিএনপির প্রয়োজন নেই।