আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীতে কনকনে শীতে কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষরা। এ অবস্থায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উত্তর জনপদের মানুষেরা। বৃহস্পতিবার জেলা সদরের চওড়া বড়গাছা এলাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছে একা মণি নামে এক শিশু। শিশুটির বাবার নাম একরামুল হক। এদিকে তীব্র শীতে দুই দিনে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্ম্মন জানান, আগুনে দগ্ধ শিশুটিকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। দিবসটি উপলক্ষে প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আ'লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছে।