চঁাদপুরে মেঘনায় ২৬টি গরু নিয়ে ট্রলারডুবি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

চঁাদপুর প্রতিনিধি
চঁাদপুরের মেঘনা নদীর মোহনায় ২৬টি গরু নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বড়স্টেশন মোলহেড এলাকায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ১১টি গরু উদ্ধার করেছে আশপাশে থাকা লোকজন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারে থাকা ৬ জন ব্যবসায়ী ও মাঝিকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিণা নৌ-ফঁাড়ি ইনচাজর্ উপপরিদশর্ক মো. গিয়াস উদ্দিন। উপপরিদশর্ক মো. গিয়াসউদ্দিন বলেন, হাটে বিক্রির উদ্দেশ্যে বরিশালের কালীগঞ্জ থেকে গরু নিয়ে নরসিংদী যাচ্ছিল ট্রলারটি। বিকেল ৪টায় দিয়ে চঁাদপুরের মেঘনা নদীর বড়স্টেশন মোলহেড এলাকা অতিক্রম করার সময় ঢেউয়ের কবলে পড়ে গরু নিয়ে চলা ট্রলারটি। এ সময় পানির ঘূণির্পাকে পড়ে নদীতে ডুবে যায় এটি। ট্রলারে থাকা ২৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করতে সমথর্ হয় আশপাশে থাকা নৌকার মাঝিরা। এই ঘটনায় ট্রলারে থাকা ৬ জন মানুষকেই জীবিত উদ্ধার করা হয়েছে।