বায়ুদূষণে শীর্ষে আবার ঢাকা

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক বিশ্বে বায়ুদূষিত শহরগুলোর মধ্যে আবার শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুপুর ২টায় ঢাকার বাতাসে দূষণের পরিমাণ ছিল ২৪৫ একিউআই, যা বাতাসে দূষণের মাত্রার দিক থেকে 'চরম অস্বাস্থ্যকর'। ঢাকার পরপরই দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের কলকাতা, চীনের শেনইয়াং এবং ভারতের রাজধানী নয়াদিলিস্ন। বর্জ্য ব্যবস্থাপনা, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া, ব্যাপক খোঁড়াখুঁড়ি প্রভৃতি কারণে ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। প্রতি বছরই বিশ্বে বায়ুদূষণের কারণে এক লাখের বেশি মানুষ মারা যান। বিশ্বে বায়ূদূষণে মৃতু্যর দিক থেকে বাংলাদেশ পাঁচ নম্বরে অবস্থান করছে।