বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৭ জানুয়ারি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার)। এ পর্বের আয়োজক বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সংঘাতময় পরিস্থিতির কারণে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে পৃথকভাবে ভিন্ন সময়ে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। মাওলানা যোবায়ের অনুসারীরা আমলি শুরার তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করেন। অন্যদিকে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দায়িত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় মোনাজাতের পর সব অবকাঠামো খুলে তা সংরক্ষণ করার। গত বছর থেকে বিশ্ব ইজতেমার আয়োজন এভাবেই চলছে। এর আগে বিভিন্ন দেশের মেহমানদের অংশগ্রহণে ৩২ জেলা করে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হতো। তাবলিগ জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার পর থেকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের অংশগ্রহণ উলেস্নখযোগ্য হারে কমে দুই ভাগ হয়ে গেছে। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫১টি দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন বলে আয়োজক সূত্র জানায়। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার তাবলিগের ছয় উসুলের আলোকে কোরআন ও হাদিসের ব্যাখ্যা সংবলিত আমবয়ান পেশ করেন দেশ-বিদেশের বুজুর্গ মুরব্বিরা। বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান, বাদ জোহর বয়ান করেন মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর বয়ান করেন মাওলানা জোহায়রুল হাসান, বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইব্রাহীম দেওলা। নজিরবিহীন কড়া নিরাপত্তায় এবারের ইজতেমা ছিল অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল। প্রাকৃতিক পরিবেশ ছিল অনুকূল। গত দুই দিন শীত ও ঠান্ডা বাতাস থাকলেও বৃষ্টিপাত হয়নি।