হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক মাগুরার মহম্মদপুর উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোকের হামলায় পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। সোমবার রাতে মহম্মদপুর উপজেলার বলিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসীর ধারণা, বলিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজ মিনা ও বলিদিয়া গ্রামের ইউনুস শিকদারের মধ্যে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নাম আবু সাঈদ মোলস্না (৫৫)। তিনি বলিদিয়া গ্রামের মৃত নূরুল ইসলাম মোলস্নার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাঈদ মোলস্না পাশের গ্রাম বড়রিয়ায় অনুষ্ঠিত ঘোড়দৌড় মেলা থেকে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে বলিদিয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে কয়েক জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে আবু সাঈদের ওপর হামলা চালান। গুরুতর আহত আবু সাঈদকে উদ্ধার করে রাত ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই আবু সাঈদের মৃতু্য হয়।