শোক সংবাদ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ললিতা রানী পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দি এশিয়ান এইজের উপজেলা প্রতিনিধি নিপুণ চন্দ্রের মা ললিতা রানী (৭২) বুধবার পরলোকগমন করেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের তার মেয়ের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, দশমিনা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান তিতাস ও দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন তানভীর গভীর শোক প্রকাশ করেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা একেএম ফয়জুলস্নাহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. একেএম ফয়জুলস্নাহ (৫৮) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় হাকিমুদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও ১০টায় কুঞ্জেরহাট-সংলগ্ন মোস্তাফিজুর রহমান মাতাব্বর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতু্যতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ শোক প্রকাশ করেন। বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা ইমরান হোসেন দেওয়ান চাঁদপুরের শাহ্‌রাস্তির রাগৈ শাহ-দরবার শরিফের খাদেম শাহ্‌ সুফি ইমরান হোসেন দেওয়ান (৫৫) বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের দেওয়ান বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শফিউল আজম প্রমুখ। শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হালিমের মা উপজেলার সাতমোড়া গ্রামের মোসাম্মদ আনোয়ারা বেগম (৮৪) গত বুধবার রাতে সাতমোড়া গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, আ'লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল শোক প্রকাশ করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আ. হাফিজ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহবুব আফাজের বড় ভাই ও কৃষি ব্যাংকের কর্মকর্তা আ. হাফিজ বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে হি?ড়িম?দিয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ। কুষ্টিয়া প্রতিনিধি