জিএম কাদেরের সঙ্গে ডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) প্রতিনিধিদল। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ডিআই আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় পার্টির অংশগ্রহণ নিশ্চিতে প্রস্তাব দেয়া হয়েছে। বৈঠক শেষে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি নেতা আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ রাজু। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সিনিয়র অ্যাসোসিয়েট গ্রেগরি মিনজাক ও ডেপুটি ডিরেক্টর সানিয়া রহমান উপস্থিত ছিলেন।