শোক সংবাদ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আবদুল কাদির নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্ণীগঞ্জ ইউনিয়নের চকপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদির (৭১) বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে মরহুমের বাড়ির সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. সামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা \হ আবদুল মালেক নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের মাধবপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেক (৭০) বৃহস্পতিবার ভোরে তার কর্মস্থল নরসিংদীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকেলে সদর উপজেলার মঈনপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে মাধবপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃতু্যতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমীন ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা বীণা রানী ধর গুপ্ত দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি লিটন ধর গুপ্তের মাতা বীণা রানী ধর গুপ্ত (৮৭) বার্ধক্যজনিত কারণে শুক্রবার দুপুরে জেলা শহরের সাতপাইস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃতু্যতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, টেলিভিশন ফোরামের সভাপতি খলিলুর রহমান শেখ ইকবাল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা রমজান আলী ঢাকা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চংনোয়াগাঁও গ্রামের বাসিন্দা রমজান আলী (৯২) বার্ধক্য জনিতকারণে শুক্রবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, ভাই-ভাতিজাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা