প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সাংসদ ইসমাত আরা সাদেক আর নেই যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (৭৭) মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, বুধবার সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের লাশ কেশবপুরে নিয়ে আসা হবে। এদিন বেলা ১১টায় কেশবপুর পাবলিক ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। ইসমাত আরা সাদেকের মৃতু্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতারাও শোক প্রকাশ করেছেন। ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাহবুবুর রহমান চৌধুরী এবং মাতা সায়েরা খাতুন। তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে ইসমাত আরা কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকার গঠিত হলে তাকে প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ইসমাত আরা ব্যক্তিগত জীবনে আবু শারাফ হিজবুল কাদের সাদেককে বিয়ে করেন, যিনি ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী। এএসএইচকে সাদেক ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ইসমত আরা এক ছেলে এবং এক মেয়ের জননী। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি। স্টাফ রিপোর্টার, যশোর তবিবুর রহমান শাহ্‌ নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোরশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ তবিবুর রহমান শাহ্‌ চৌধুরী (৮২) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহ রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকালে তিনি তার পোরশা সদরের দক্ষিণ পুরইল গ্রামের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ঐদিনই তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৩টায় তার মৃতু্য হয়। মঙ্গলবার বাদ আসর জানাজার নামাজের পর স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃতু্যতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম প্রমুখ শোক প্রকাশ করেছেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা