শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫, বিশ্বজুড়ে শঙ্কা

নতুনধারা
  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক

চীনে দ্রম্নত ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এতে বিশ্বজুড়ে এ রহস্যময় রোগকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে।

খবরে বলা হয়, চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ৬২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। দ্রম্নত এ ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে।

নতুন এ ভাইরাস প্রথম ছড়িয়েছে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে। ধারণা করা হয়, স্থানীয় এক কাঁচাবাজার থেকে এ ভাইরাসটি ছড়িয়েছে।

ইতোমধ্যে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে চীনের অন্য অঞ্চলসহ থাইল্যান্ড, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এমনকি যুক্তরাষ্ট্রেও এ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সবাই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন বা সেখানে বসবাস করেন।

এ ভাইরাস মানুষের ও প্রাণীদের ফুসফুস সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লু'র মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এটি।

এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো: শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃতু্য হতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো ভ্যাক্সিন আবিষ্কার হয়নি। এ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা।

তবুও ঝুঁকি রয়েছে বাংলাদেশে: এদিকে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন রোগী বাংলাদেশে এখনো পাওয়া না গেলেও, ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির

\হপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন ভাইরাসটি নিয়ে এখনই ভীত হওয়ার কিছু নেই। তবে ঝুঁকি রয়েছে ঠিকই। বৃহস্পতিবার নতুন করোনা ভাইরাস সম্পর্কে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তবে দেশে এখন 'কমন কোল্ড' এর সময়, আর যদি 'কো মরবিডিটি' থাকে তাহলে যেকোনো ভাইরাসে, যেকোনো ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলে সেটা জটিলতার দিকে যেতে পারে।

'মার্স' এবং 'সার্স' পরিবারের এই নতুন করোনা ভাইরাস সম্পর্কে এখনো পুরোপুরি সবকিছু জানা যায়নি বলেও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯-এনসিওভি।

তিনি বলেন, ভাইরাসটি এখনো 'স্টেবল' অবস্থায় আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে 'মৃদু' বলে আখ্যায়িত করেছে। তবে ভাইরাসের সক্ষমতা দ্রম্নত হয় এবং বিশ্ব স্বাস্থ্য একে মনিটর করছে, যে এর থেকে মারাত্মক পরিস্থিতি হতে পারে কিনা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবারের জরুরি বৈঠকে ভাইরাসের কারণে আক্রান্ত হওয়ার বিষয়টি মহামারি ঘোষণা করা হবে কি না সে বিষয়েও সিদ্ধান্ত আসেনি। বৈঠকটি আজ আবার হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও সদ্য বিদায়ী রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, নতুন এই করোনা ভাইরাসের লক্ষণ হলো জ্বর, কফ, শ্বাসকষ্ট। এর থেকে নিউমোনিয়া, তারপর কিডনি ফেইলিউর হওয়ার ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, গত পরশু (২১ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠক করেছি, সেখানে চীন এবং আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাদের একটি কার্ড দেওয়া হচ্ছে এবং নতুন এই করোনা ভাইরাসের লক্ষণ থাকলে তাদের ১৪ দিনের মধ্যে আইইডিসিআরের হটলাইন নম্বরে (০১৯৩৭ ১১০০১১, ০১৯৩৭ ০০০০১১, ০১৯২৭ ৭১১৭৮৪, ০১৯২৭ ৭১১৭৮৫) যোগাযোগ করতে বলা হচ্ছে। আর কেউ যদি আক্রান্ত হয়ে যান তাহলে তাদের পর্যবেক্ষণের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত রিএজেন্ট রয়েছে।

পরীক্ষার কতদিনের মধ্যে ফলাফল জানা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ফলাফল জানা যাবে।

বিমানবন্দরসহ দেশের সব স্থলবন্দরগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে এবং সেখান থেকে স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত আপডেট দিচ্ছেন বলেও জানান তিনি।

সম্প্রতি চীনের উহান শহরের একটি সি-ফুড মার্কেট থেকে নতুন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। পরে সেটি জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রেও ছড়িয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ১৭ জনের মৃতু্যর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সেখানে ৫০০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85712 and publish = 1 order by id desc limit 3' at line 1