বকশীগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে নিমার্ণাধীন একটি ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনা অনুমতিতে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করার জন্য ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক এ জরিমানা করেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের মিধার্পাড়া গ্রামে হাফিজুর রহমান ফিরোজ নামে এক ব্যক্তি কৃষিজমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করছেন এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটা স্থাপনসংক্রান্ত কোনো কাগজাদি দেখাতে না পারায় ভাটার মালিক হাফিজুর রহমান ফিরোজকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ইটভাটার সব কাযর্ক্রম স্থগিত করেন ভ্রাম্যমাণ আদালত।