শোক সংবাদ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ডা. এম এ হামিদ খান নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ডায়াবেটিক সমিতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহরের সাতপাই এলাকার বিশিষ্ট সমাজসেবক ভাষা সৈনিক ডা. এম এ হামিদ খান (৮৯) বার্ধক্যজনিত কারণে শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার বাদ জোহর নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের মাথাং গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়। তার মৃতু্যতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা মোহাম্মদ খোরশেদ আলী দৈনিক প্রথম আলোর নেত্রকোনার সাবেক জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল হকের পিতা, পূর্বধলার যোগীরগোহা গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলী (৮৫) রোববার রাত সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার দুপুরে মরহুমের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা আনিছুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম শফিকুল ইসলাম ফারুকের পিতা আনিছুর রহমান রোববার রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৌর শহরের কিংজালস্না নিবাসী আনিছুর রহমান টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সাবেক হেড অপারেটর ছিলেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রোববার বাদ আসর নামাজে জানাজা শেষে তার মরদেহ পৌর করবস্থানে দাফন করা হয়। ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা