মৌলভীবাজারে আগুনে পুড়ে বাবা-মেয়েসহ নিহত ৫

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মৌলভীবাজারে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের আহাজারি -যাযাদি
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের একটি দোতলা ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন সুভাষ রায় (৬০), সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৪), সুভাষ রায়ের ভাই মনা রায়ের স্ত্রী দিপ্তী রায় (৪৫), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী হবিগঞ্জ নিবাসী দিপা রায় (৩৬), দিপা রায়ের আড়াই বছর বয়সি মেয়ে বৈশাখী রায়। অগ্নিকান্ডে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রীমঙ্গলের আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা একই পরিবারের। এর মধ্যে একজন শিশুও রয়েছে। স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার গড়ুয়া এলাকার পিংকি সু স্টোরের স্বত্বাধিকারী সুভাষ রায় স্বপরিবারে ওই দোকানে বসবাস করে আসছেন। শত বছরের পুরানো কাটের দোতলা টিনসেড ঘরের দোতলা ও নিচে সবাই প্রতি রাতের মতো ঘুমিয়ে পড়লে সকালের অগ্নিকান্ডে সবাই আটকা পড়েন। দোকানের সঙ্গে সংযুক্ত ওপরে বাসার গ্যাস লাইনের গ্যাস লিংক করে অগ্নিকান্ড সূত্রপাত ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। মৌলভীবাজারের পুলিশ সুপার ফরুক আহমেদ পিপিএম যায়যায়দিনকে জানান, কোনো কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এখনো বলা যাচ্ছে না, তবে শর্টসার্কিটের কারণে ওই বাসায় আগুন লাগতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে জেলা প্রশাসকের মাধ্যমে একটি কমিটি তদন্ত গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটি ঘটনার কারণ উদঘাটন করবে।