বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আনোয়ার হোসেন ইউসুফ (৪৪) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার বীরকোট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ সোমবার রাতে ডাকাত দলের সর্দার আনোয়ার হোসেন ইউসুফকে গ্রেপ্তার করে। এরপর রাত পৌনে তিনটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। এ সময় বীরকোট এলাকায় আনোয়ারের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের এস.আই জসিম উদ্দিন, এ.এস.আই লোকেন মহাজন ও কনস্টেবল আবদুর রহমান আহত হন। এক পর্যায়ে আনোয়ারের সহযোগীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। \হআহত পুলিশ সদস্যদেরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক এবং পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা দায়ের করে। নিহত ডাকাত সর্দার আনোয়ার হোসেন ইউসুফ বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।