অতিরিক্ত ছাত্রী ভতির্

ভিকারুননিসাকে সতকর্ করল মন্ত্রণালয়

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নীতিমালা অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষাথীর্ ভতির্ করায় প্রতিষ্ঠানটিকে সতকর্ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে এ শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান। এর আগে গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয় জানতে চেয়েছিল কেন এ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষাথীর্ ভতির্ করা হয়েছে। চিঠির জবাবে মাফ চেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কতৃর্পক্ষ। বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তুলে ধরা হলে মন্ত্রী প্রথমবার তাদের সতকর্ করার নিদের্শ দেন। মন্ত্রীর নিদেের্শর পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সতকীর্করণ চিঠি দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কতৃর্পক্ষকে। এতে জানিয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নীতিমালা অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠান যদি এ ধরনের কাজ করে তাহলে পাঠদান অনুমোদন ও অ্যাকাডেমিক স্বীকৃত বাতিল করার বিধান রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ‘শিক্ষাথীর্ ভতির্ নীতিমালা-২০১৭’ অনুযায়ী ভিকরুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এন্ট্রি শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পযর্ন্ত শিক্ষাথীর্ ভতির্ করা হয়। কিন্তু ভিকানুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ শিক্ষাবষের্ ওই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষাথীর্ ভতির্ করে।