শোক সংবাদ

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জান্নাত আরা ফিরোজ সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেনের মা জান্নাত আরা ফিরোজ বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী মুন্সি মো. ফিরোজ, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বটতলা সড়কে জানাজা শেষে মুক্তি নগর কবরস্থানে দাফন করা হয়। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা। একে মাহমুদ হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একে মাহমুদ হোসেন বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মতলব উত্তর উপজেলার পাঁচানী মিয়া বাড়িতে তার জন্ম। শুক্রবার বাদ জুমা তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলার পাঁচানী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পাঁচানী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ২০১০ সালে তিনি পাঁচানী উচ্চবিদ্যালয় থেকেই অবসর গ্রহণ করেন। মতলব (চাঁদপুর) সংবাদদাতা ছহির উদ্দিন বগুড়া শেরপুরে উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছহির উদ্দিন (৬৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেরপুর (বগুড়া) সংবাদদাতা