রংপুর বাসদের যুক্ত বিবৃতি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রংপুর প্রতিনিধি
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় ফোরামের ১৬ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংগঠনের জেলা নেতারা যুক্ত বিবৃতি দিয়েছেন। সোমবার বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রোকনুজ্জামান রোকন স্বাক্ষরিত এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে তারা এর তীব্র নিন্দা জানান। বিবৃতিদানকারীর মধ্যে রয়েছেন, রংপুর জেলা বাসদ (মার্কসবাদী) কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি, ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি আবু রায়হান বকসি ও সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়। বিবৃতিতে তারা বলেন, বর্তমান কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি ভেঙে দিয়ে অতীত দিনের ভুলের পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে নতুন পার্টি প্রক্রিয়া শুরু করার যে আহ্বান এ ১৬ জন নেতা জানিয়েছিলেন- তা অত্যন্ত যৌক্তিক। কিন্ত কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি এ মতামতকে দলবিরোধী তৎপরতা হিসেবে চিহ্নিত করে এবং দলের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রাম পরিচালনার সব পথ বন্ধ করে স্বৈরতান্ত্রিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে নেতারা বলেন, শ্রমজীবী-সাধারণ মানুষ তীব্র শোষণ-লুটপাটে জর্জরিত, তাদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতার মূল্যায়ন না করে দলের অভ্যন্তরে নেতৃত্বের একক ও গোষ্ঠীগত সিদ্ধান্তমাফিক দল পরিচালনা, ঘোষিত নীতির পরিপূরক কর্মকান্ড ও কর্মসূচি নির্ধারণ না করা, ভিন্নমতকে কোণঠাসা করা, অতীতের ভুল থেকে শিক্ষা না নেওয়া, সর্বশেষ কথিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি, বহিষ্কারের পথেই কয়েক বছর ধরে নেতৃত্বের একাংশ দল পরিচালনা করেছেন। এসব প্রেক্ষিতে ১৬ জন নেতা অতীতের ভুলের পর্যালোচনা করে তাদের মতামত তুলে ধরেছিলেন। বিবৃতিতে নতুনভাবে পর্যালোচনার ভিত্তিতে নতুন কর্মপন্থা হাজির করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার জন্য সারাদেশের কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে নেতারা।