সড়কের পাশে পড়েছিল একটি কাটা পা

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
হাঁটুর নিচ থেকে কাটা একটি পা পড়ে ছিল সড়কের পাশে। পুলিশ মঙ্গলবার সকালে এই পা উদ্ধার করে। রাজশাহী নগরের ডিঙ্গাডোবা এলাকায় কাটা এই পা পাওয়া যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ বলছে, কীভাবে একটি পা এখানে এলো- তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, ডিঙ্গাডোবা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা ডান পা পড়ে ছিল। গতকাল সকাল ১০টার দিকে পথচারীরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পা উদ্ধার করে নিয়ে যায়। নগরের রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, কেউ কাটা পা এনে এখানে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হাসপাতাল বা ক্লিনিকের কোথাও পা কাটা হয়েছে। তারপর এখানে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এটি কার পা, কারা এটি ফেলে গেছে; সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।