বস্ত্রমন্ত্রী করোনায় নন, সর্দি-জ্বরে আক্রান্ত

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
গোলাম দস্তগীর
সাধারণ সর্দি-জ্বরের ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগ হয়নি। কারণ মন্ত্রী যে উপসর্গ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন সেটি মূলত সিজনাল কমন কোল্ড জাতীয় ফ্লু। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। এ সময় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, তার নভেল করোনাভাইরাস হয়নি। তিনি (মন্ত্রী) অন্য অসুস্থতা নিয়ে সেখানে ভর্তি আছেন। মন্ত্রীর অসুস্থতার ধরন সম্পর্কে অধ্যাপক মীরজাদী ফ্লোরা আরও বলেন, '২২৯-ই নামের যে ভাইরাসের কথা বলা হচ্ছে, সেটা সাধারণ সর্দি-জ্বরের ভাইরাস। এ ভাইরাস আমাদের দেশে সব সময় আছে। ঠান্ডাজনিত এমন সর্দি-জ্বরকে আমরা কমন ফ্লু বা কমন কোল্ড বলে থাকি। এটা সেই জাতীয় ভাইরাস। এ জন্য কোয়ারেন্টাইন পদ্ধতি বা আইসোলেশন ব্যবস্থার দরকার নেই। সুতরাং রোগ নিয়ে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (উপ-উপাচার্য গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুলস্নাহ সিকদারের কাছে জানতে চাইলে তিনি যায়যায়দিনকে বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য ঠিক নয়। বরং তিনি সাধারণ সর্দি-জ্বর, গোড়ালি ব্যথা ও অবষাদজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউর ৫ম তলার কেবিন বস্নকে রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হকের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। প্রসঙ্গত, গোলাম দস্তগীর গাজী গত জানুয়ারিতে নিউমোনিয়াজনিত শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। দেশে ফিরে অসুস্থতা অনুভব করলে গত দুদিন ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসা নেন।