শোক সংবাদ

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কুদ্দুস তালুকদার চাঁদপুরের শাহ্‌রাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের মাহছানী বাড়ির আব্দুল কুদ্দুস তালুকদার (৮২) বুধবার সকাল ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে যান। ওই দিন বাদ যোহর রাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। শাহ্‌রাস্তি (চাঁদপুর) প্রতিনিধি আজিজুর রহমান গাইবান্ধার সাঘাটার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আজিজুর রহমান (৮২) বুধবার বিকাল ৫টায় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। তার মৃতু্যতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা