সাদুল্যাপুরকে 'লকডাউন' নিয়ে বিভ্রান্তি

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলাকে লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে এ সিদ্ধান্তের অনুমোদন দেয়নি জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি। জেলা প্রশাসক বলছেন, লকডাউনের মতো কিছু হয়নি। এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। রোববার দুপুরে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। উপজেলা কমিটির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠি গাইবান্ধার জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। চিঠির ১ পৃষ্ঠা ২ কলাম ০অনুলিপি সিভিল সার্জন ও সুপার সুপারকেও দেওয়া হয়েছে। চিঠিতে উলেস্নখ করা হয়, গত ১১ মার্চ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুলস্নাহপুর গ্রামের কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী অংশ নেয়। ওই অনুষ্ঠানে ৪০০-৫০০ মানুষ ছিলেন। শনিবার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিয়ের ওই অনুষ্ঠানে যাওয়া অনেকেই ভোট দিয়েছেন। এ অবস্থায় ভাইরাসটি দ্রম্নত সংক্রমণ ঘটতে পারে। ফলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রোববার সাদুল্যাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ প্রসঙ্গে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, গাইবান্ধায় যুক্তরাষ্ট্রফেরত দুজনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউনের মতো কিছু হয়নি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হবে।