পিরোজপুরে করোনা নিয়ে গুজব ছড়ানোয় গ্রেপ্তার ২

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রোববার পিরোজপুরে দুই যুবককে আটক করে ডিবি পুলিশ -যাযাদি
নভেল করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পিরোজপুরে দুই তরুণকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে পিরোজপুর শহরের ভাগরথি চত্বর ও মধ্যরাস্তার তালুকদার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পিরোজপুরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান। তারা হলেন পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে সোহেল শেখ হৃদয় (১৯) ও পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার নান্নু শেখের ছেলে আনাম শেখ (১৯)। তারা ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী। পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস নিয়ে ফেসবুকে নানা রকম 'মিথ্যা তথ্য ও ভিডিও' পোস্ট করে গুজব ছড়াচ্ছিল ওই দুই যুবক। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের আটক করে। পুলিশ সুপার বলেন, গুজব ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।