প্রধানমন্ত্রীর ভাষণ ২৫ মার্চ

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক আর উদ্বেগের মধ্যে স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। করোনাভাইরাসের মহামারির কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। ২৫ মার্চ প্রধানমন্ত্রীর ভাষণে পুরো দেশ 'লকডাউন' করার কোনো ঘোষণা আসতে পারে কি না জানতে চাইলে কাদের বলেন, 'আমাদের এখানে এখন মাথা গরম করে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে হবে এবং কখন কী করতে হবে- সবার কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন।' তিনি বলেন, 'যখন যেটা করতে হবে যথাসময় ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনে যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশে ভাষণে সে করণীয় সম্পর্কে তিনি অবশ্যই জাতিকে জানাবেন, এটাই প্রত্যাশিত।' স্বাধীনতা দিবসে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও বাতিল করা হয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কর্মসূচি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঘোষণা করেছিলাম, সেসব কর্মসূচিও বাতিল করছি। একেবারে সব পর্যায়ে বাতিল করা হয়েছে দলীয়ভাবেও নির্দেশ দেওয়া হয়েছে।' বাংলাদেশে এ পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসের রোগী ধরা পড়েছেন, এর মধ্যে মৃতু্য ঘটেছে দুজনের।