সমগ্র মানবজাতি আজ হুমকির মুখে: জাতিসংঘ

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অ্যান্তোনিও গুতেরেস
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের করালগ্রাসে সমগ্র মানবজাতিই আজ হুমকির মুখে বলে অভিমত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ২ বিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। বুধবার বিশ্বের সব দেশের নেতাদের করোনাভাইরাস মোকাবিলায় একজোটে কাজ করার আহ্বান জানিয়ে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে এ তথ্য জানা যায়। দুনিয়াজুড়ে করোনার প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, কোভিড-১৯ সমগ্র মানবজাতিকে হুমকি দিচ্ছে, মানবজাতিকেও একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। করোনা মোকাবিলায় বিশ্বনেতাদের আরও আরও পদক্ষেপ ও অনুদান ঘোষণার আহ্বান নিয়ে গুতেরেস আরও বলেন, এ প্রেক্ষাপটে বৈশ্বিক সংহতি ও লড়াই অতি আবশ্যক। একক কোনো দেশের লড়াই এখানে যথেষ্ট নয়। এর এক সপ্তাহ আগে জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব যদি একজোট না হয় তাহলে করোনায় লাখ লাখ মানুষ মারা পড়বে। এরই মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে।