ঢাকা ছাড়লেন ৩৬৪ বিদেশি

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি। গত দুদিনে ঢাকা ছাড়েন মালয়েশিয়া ও ভুটানের নাগরিকরা। তাদের বেশিরভাগই দেশ দুটির ঢাকায় অবস্থিত দূতাবাসের কর্মী ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মালয়েশিয়ার নাগরিকরা। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন। অন্যদিকে বৃহস্পতিবার সকালে ড্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে এ বিদেশি নাগরিকরা নিজ দেশে ফিরে গেলেন।