হজযাত্রীদের অপেক্ষার নির্দেশ সৌদি আরবের

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরব করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব হজযাত্রীকে অপেক্ষা করতে বলেছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় সৌদির রাষ্ট্রীয় টিভিতে বিষয়টি জানিয়েছেন। সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্চের শুরুতেই ওমরাহ স্থগিত করে। ওই পদক্ষেপের পরেই হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি মন্ত্রী মোহাম্মদ সালেহ বাতেন রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ায় বলেছেন, 'আমরা হজযাত্রী ও ওমরাহ আগ্রহী সবাইকে সেবা দিতে পুরোপুরি তৈরি। তবে বর্তমান বিশ্বে এই মহামারি কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার কথা বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।' সৌদি আরব ওমরাহ স্থগিত করার পাশাপাশি দেশটি সব আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্চের শেষের দিকে মক্কা ও মদিনাসহ কয়েকটি শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রতিবছর সারাবিশ্ব থেকে জুলাইয়ের শেষের দিকে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে এ বছর করোনাভাইরাস আক্রমণে এটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত এক হাজার ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃতের সংখ্যা ১০ জন। সূত্র : আল জাজিরা।