মৃতদের জানাজা ও দাফনে প্রস্তুত একদল আলেম

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের ইসলামী নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করতে এগিয়ে এসেছেন একদল আলেম। প্রাথমিকভাবে তারা রাজধানীতে এই কাজটি করার উদ্যোগ নিয়েছেন। মওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে কয়েকজন আলেম এই কাজে এগিয়ে এসেছেন। তারা হলেন আলেম এইচ এম লুৎফর রহমান, হিফজুর রহমান, সালমান বিন সাজিদ, নুরুননাবী নুর, কারী ওসামা বিন নিজাম ও মোহাম্মদ রাফী। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও ৬০-৭০ জন আলেম এই কাজে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে মওলানা গাজী ইয়াকুব সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার জানাজা-দাফনের প্রয়োজন হলে আমাদের ফোন করলে আমরা সেখানে পৌঁছে যাব এবং জানাজার নামাজ ও দাফন কার্যক্রম সম্পন্ন করব। আমাদের মোবাইল নম্বর-০১৯২০৭৮১৭৯২। এ ছাড়া কারও যদি কাফনের কাপড় প্রয়োজন হয় আমরা তারও ব্যবস্থা করব। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, মারা যাওয়ার তিন-চার ঘণ্টা পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যক্তির শরীরে জীবাণু থাকে না। এ জন্য আমরা কেউ কল করলে তিন-চার ঘণ্টা পর তার জানাজার নামাজ ও দাফনের ব্যবস্থা করব। মওলানা ইয়াকুব বলেন, বিভিন্ন দেশে আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জানাজার নামাজ ও দাফন নিয়ে সংকটের কথা শুনেছি। এ জন্য আমরা চাচ্ছি, আমাদের দেশে যেন এ রকম না ঘটে। ইসলামী শরিয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজার নামাজ ও দাফন হয়, সে জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬০-৭০ জন আলেম আমাকে ফোন করে এই কাজে অংশ নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। তারা বলেছেন, যেন প্রতিটি থানাভিত্তিক তাদের দায়িত্ব দেয়া হয়। আমরাও বিষয়টি বিবেচনা করছি। মসজিদে মসজিদে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও প্যাকেট খাবার বিতরণ করেছেন বলেও জানান গাজী ইয়াকুব।