জাপার সাবেক সংসদ সদস্য এম এ জব্বারের মৃতু্য

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
এম এ জব্বার
জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয় বলে জাপার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন। তিনি বলেন, ৭৬ বছর বয়সী জব্বার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নবম জাতীয় সংসদের সদস্য, জাপার ভাইস চেয়ারম্যান জব্বার স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃতু্যতে শোক জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, 'এম এ জব্বার ছিলেন গণমানুষের অনুরাগে সিক্ত একজন নেতা। তার মৃতু্যতে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ একজন অভিভাবক হারাল। মরহুম এম এ জব্বার বেঁচে থাকবেন তার কর্ম ও উন্নয়নের মাঝে।'