বেনজীর নতুন আইজিপির্ যাবের নেতৃত্বে মামুন

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বেনজীর আহমেদ চৌধুরী আবদুলস্নাহ আল মামুন
প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্সর্ যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার। সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আবদুলস্নাহ আল মামুনকে দেওয়া হয়েছের্ যাবের মহাপরিচালকের দায়িত্ব। সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার এ আদেশ জারি করে। সেখানে বলা হয়, নতুন আইজিপি ওর্ যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। এতদিন অতিরিক্ত মহাপরিদর্শক পদে থাকা বেনজীর নতুন দায়িত্বে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ২৫ মাস ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ এপ্রিল, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। ২০১৫ সালের ৭ জানুয়ারির্ যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯৮৮ সালের ফেব্রম্নয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি। গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।র্ যাবের শীর্ষ পদে বেনজীরের উত্তরসূরি অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুলস্নাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার শালস্না থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।